বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে ঘরমুখি মানুষ, দুই ঘাটে ভিড়

  •    
  • ৪ এপ্রিল, ২০২১ ১৬:৪৯

‘সাত দিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছি। তাছাড়া ঢাকায় করোনাও বাড়ছে বেশি। কিন্তু পাটুরিয়া ঘাটে এসে প্রচণ্ড এই রোদে ফেরি পারের অপেক্ষা করতে হচ্ছে। সারা রাস্তা কোনো ভাবে আসতে পারলেও ঘাটে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করায় রোববার ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। লকডাউনে বাড়ি যেতে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই যাত্রীরা জড়ো হতে থাকেন। দুপুর নাগাদ যানবাহনের চাপে দুই ঘাটেই দেখা দিয়েছে জট।

পাটুরিয়া ঘাটে চালক ও যাত্রীরা অভিযোগ করেছেন, ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।

ফরিদপুরের বাসিন্দা আল মামুন বলেন, ‘সাত দিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছি। তাছাড়া ঢাকায় করোনাও বাড়ছে বেশি। কিন্তু পাটুরিয়া ঘাটে এসে প্রচণ্ড এই রোদে ফেরি পারের অপেক্ষা করতে হচ্ছে। সারা রাস্তা কোনো ভাবে আসতে পারলেও ঘাটে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

রাজবাড়ী সদরের শেফালী বেগম বলেন, ‘ভাবছিলাম লঞ্চঘাটে মানুষের ভিড় থাকবে না। কিন্তু এসে দেখি ফেরির চেয়ে লঞ্চে ভিড় অনেক বেশি। ধাক্কা ধাক্কি করে টিকিটের জন্য লাইনে দাঁড়াইতে হইতেছে। আগে জানলে ফেরিতে পার হইতাম।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সকালে যাত্রী ও যানবাহনের কোনো চাপ ছিল না পাটুরিয়া ঘাট এলাকায়। কিন্তু দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য গাড়ির চাপ বাড়ছে। এছাড়া পণ্যবাহী ট্রাকগুলো ট্রার্মিনালেই আছে।

তিনিও আরও জানান, যাত্রী ও পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ছোট-বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার হচ্ছে এ নৌরুটে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, ‘রোববার দুপুরের পর থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় এখানে। দেখে মনে হচ্ছে ঈদের ছুটি। লঞ্চের টিকিট নেয়ার জন্য ধাক্কাধাক্কি করতে থাকে। টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই দৌড়ে লঞ্চে উঠছে।

‘তাদের সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আর সামাজিক দূরত্ব তো মানছে না কেউ। এ নৌপথে ৩৪টি লঞ্চ দিয়ে যাত্রী পার করা হচ্ছে।’

লকডাউন পেয়ে বাড়ি ফিরতে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটেও ভির করেছেন যাত্রীরা।

এ ঘাটের ফেরিগুলোতে চাপ কিছুটা কম থাকলেও লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা গেছে উপচে পড়া ভিড়।

এখানেও ঘাট ও নৌযানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা গেছে।শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চালু রয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক হাফিজুল ইসলাম বলেন, ‘যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পড়তে ও সচেতনতা বাড়াতে কাজ করছি।’

এ বিভাগের আরো খবর