কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার আড়াইওড়া এলাকায় রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার চাঁনপুর এলাকার ৭৫ বছরের আবদুল কাদের সাওদাগর, ৭৩ বছরের মতি মিয়া ও ৫৫ বছরের হেলাল মিয়া।
আহতরা হলেন মান্নান মিয়া, ওয়াদুদ মিয়া ও রুক মিয়া। তিনজনেরই বয়স ৭০। হতাহতদের বাড়ি উপজেলার চাঁনপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, সকালে ছয় বন্ধু মিলে অটোরিকশায় গোমতী নদীতে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এ সময় আড়াইওড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে বিপরীত থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে মারা যায় দুইজন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে মারা যান আরেকজন।
নিহত আবদুল কাদেরের স্বজনরা জানান, তিনি ছিলেন ঘটক। একই এলাকার হওয়ায় ওই ছয়জনের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নিহত মতি মিয়া ছিলেন মাছ শিকারী ও হেলাল মিয়া ছিলেন কৃষক।
ওসি আনোয়ারুল জানান, ট্রাকটি বুড়িচং এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি।