মুন্সিগঞ্জের সিরাজদীখানে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
ঢাকা- নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের ঢালে রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অটোরিকশাচালক মো. উজ্জল। তার বাড়ি কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামে।
শেখরনগর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঢাকাগামী যাত্রবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান এক যাত্রী। আহতরা সবাই মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।