মাদারীপুর সদর উপজেলা থেকে ভ্যানচালক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়িয়া গ্রামের দালাল বাড়ির পেছনে কলাবাগান থেকে রোববার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল বেপারী সদর উপজেলার গাছবাড়িয়া এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এহসানুর রহমান ভূইয়া জানান, সকালে স্থানীয়রা কলাবাগানে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। যুবকটি বাকপ্রতিবন্ধী ছিলেন বলে পরিবার জানিয়েছে।
তার শরীরে ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসপি।