চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ কার্যালয়ে থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম সুজন চন্দ্র মণ্ডল। কাজ করতেন দৈনিক ইত্তফাকের মিরসরাই প্রতিনিধি হিসেবে। তার বাড়ি মিরসরাই পৌরসভার বাকখোলায়।
উপজেলা সদরে অবস্থিত কার্যালয় থেকে শনিবার রাত ১০টার দিকে সুুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, দীর্ঘ সময় সুজনের খোঁজ না পেয়ে তার ব্যক্তিগত অফিসে যান কয়েকজন বন্ধু। সেখানে অফিস ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ গিয়ে অফিসের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এসআই মোস্তাফিজুর জানান, এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত না করে বলা যাবে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।