শেরপুরে নিখোঁজের এক দিন পর ব্রহ্মপুত্র নদের সেতুর নিচ থেকে আরাফাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে শিশুটির মামা ১০ বছরের সিয়াম।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারীতে শেরপুর-জামালপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আট বছরের আরাফাত উপজেলার নন্দীরজোত পোড়ার দোকান এলাকার আব্দুল মোতালেবের ছেলে। নিখোঁজ সিয়াম রামেরচর গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, আরাফাত ও সিয়াম স্থানীয় রামেরচর কওমি মাদ্রাসার ছাত্র ছিল। শুক্রবার বিকেলে মামা সিয়ামের সঙ্গে রামেরচর গ্রামে নানার বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয় আরাফাত। কিন্তু রাতেও তারা বাড়িতে না পৌঁছালে খোঁজাখুঁজি শুরু হয়।
পুলিশ আরও জানায়, শনিবার বেলা ৩টার দিকে চরপক্ষীমারী এলাকায় সেতুটির নিচে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা। পরে আরাফাতের স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিয়ামের খোঁজে বিকেলে নদে তল্লাশি চালায় শেরপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর খোঁজ পেতে ডুবুরিদল চেষ্টা করছে।