হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের খবরে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হেফাজত সমর্থকরা। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তির শিকার হন এ পথে চলাচলকারীরা।
সড়ক অবরোধের পাশাপাশি জামালদি বাসস্ট্যান্ডে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি বক্স, কয়েকটি যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালায় হেফাজত সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুনুল হককে আটকের খবরে শনিবার রাত সাড়ে আটটার দিকে ২/৩ শ হেফাজত সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জামালদি হাইওয়ে পুলিশ বক্স, কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুর করে।
হেফাজত সমর্থকদের তাণ্ডবে মুহূর্তেই ফাঁকা হয়ে যায় বাসস্ট্যান্ড। দোকানদারেরা যে যার মতো দোকান বন্ধ করে পালিয়ে যান। হেফাজতের অবরোধের কারণে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ হেফাজত কর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কয়েকটি গাড়িতে আগুন দেয় হেফাজত সমর্থকরা
পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা স্বীকার করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাহ উদ্দিন জানান, কোনো পুলিশ সদস্য আহত হননি। যে পুলিশ বক্সটিতে ভাঙচুর করা হয়েছে, সেটি পুরানো। তবে নতুন পুলিশ বক্সেও হামলা হয়েছে বলে জানান তিনি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, হঠাৎ করে তারা হেফাজতের মিছিলের খবর পান। পুলিশ ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই হেফাজত কর্মীরা কয়েকটি দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালায়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।