জামালপুরের বকশিগঞ্জে বাবার বাড়ির পাশের পুকুর পার থেকে ফাতেমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বকশিগঞ্জ পৌর এলাকার মালিরচর চালাকপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ৫০ বছরের ফাতেমা উপজেলার উজানপাড়া গ্রামের সাদি মণ্ডলের স্ত্রী।
ফাতেমার ছেলের স্ত্রী খুরশেদা বেগম নিউজবাংলাকে জানান, তার শাশুড়ির কিছুটা মানসিক সমস্যা ছিল। সবসময় একা একাই মালিরচরে বাবার বাড়িতে যাতায়াত করতেন। শুক্রবার রাতে তিনি মালিরচর যান। শনিবার সকালে জানতে পারেন, বাবার বাড়ি পাশের পুকুর পারে তার মরদেহ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আমার শাশুড়িরে কে মারব বুঝতে পারতাছি না। হের সঙ্গে কারও কোনো শত্রুতা নাই। আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্নও দেখি নাই।’
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট নিউজবাংলাকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।