চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের চার দিন পর তিন বছরের শিশু জারার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজারগাঁও গ্রামের একটি ডোবা থেকে শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার হয়।
গত ৩০ মার্চ নিজবাড়ি থেকে নিখোঁজ হয় জারা। রাজারগাঁও গ্রামের মাসুদ আলম তার বাবা।
স্থানীয় লোকজন জানান, মাসুদ আলম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিছুদিন আগে তিনি পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে ৩০ মার্চ বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় জারা। ওই দিন রাতে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন মেয়েটির বাবা।স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাদী জানান, জারা নামের পশ্চিম রাজারগাঁও গ্রামের বকাউল বাড়ির একটি শিশু গত চার দিন আগে নিখোঁজ হয়। রোববার দুপুরে এলাকাবাসী তার মরদেহ বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেন। তারা এসে মরদেহ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।