বরগুনায় মিনি ট্রাক চাপায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরিচন্না ইউনিয়নের পূর্বাচল আবাসিক এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চয়ন ও উজ্জ্বল। তাদের দুজনেরই বাড়ি গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী এলাকায়।
উচ্চ মাধ্যমিকের ছাত্র চয়ন বরগুনা সরকারি কলেজে পড়ত। আর মনসাতলী এলাকায় চা দোকানি ছিলেন উজ্জ্বল।
প্রত্যক্ষদর্শীরা নিউজবাংলাকে বলেন, চয়ন ও উজ্জ্বল ব্যটারিচালিত রিকশায় মহাসড়ক ধরে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রিকশার দিকে ইট মারলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি মিনি ট্রাক রিকশাটিকে চাপা দিলে উজ্জ্বল ও চয়ন গুরুতর আহত হন। পরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।