বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউন শুনেই মূর্ছা গেলেন চা বিক্রেতা

  •    
  • ৩ এপ্রিল, ২০২১ ১৭:০৭

‘বাবার চায়ের দোকানের আয় দিয়েই আমাদের সংসার চলে। লকডাউনে দোকান বন্ধ হয়ে যেতে পারে ভেবে হয়তো বাবা দুশ্চিন্তায় জ্ঞান হারিয়েছেন। তবে এখন তিনি সুস্থ আছেন।’

আগামী সোমবার থেকে সরকার সারা দেশ লকডাউনের ঘোষণা দিয়েছে। চায়ের দোকানে ক্রেতাদের মুখে এ কথা শুনে মূর্ছা যান বিক্রেতা মানিক সাহা।

মাগুরা শহরের জামরুলতলা এলাকায় শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মানিক সাহার দোকানের পাশে জুতা ব্যবসায়ী সেলিম হোসেন নিউজবাংলাকে ঘটনার বর্ণনা দেন। বলেন, ‘পতিদিন মানিক দা বেলা ১২ ডার দিকে দুকান খুলে। আইজকে দেরি করে দোকান খুলিছে। কারণ জানতি চালি বলে ছেলে অসুস্থ। সারা রাত ছেলেরে সেবা করিছে তাই দেরি হয়েছে।

‘দুকানে ক্রেতার ভিড় বাড়তি থাকলি সে ব্যস্ত হয়ে যায়। চা খাতি আসা এক ছেলে বেলা ১টার দিকে বলে, দেশ তো আবার লকডাউনে যাচ্ছে। সবকিছু তো বন্ধ হয়ে যেতে পারে।

‘তখন তিনি সেই ছেলেকে বলে মাগুরা কি লকডাউন হবে? জবাবে সেই ছেলে বলে, সারা দেশ যেহেতু ঘোষণা দিছে, তালে মাগুরাও এর মধ্যে থাকবে। এ কথা শুনামাত্র মানিক দা দুকানের মদ্দি জ্ঞান হারায়। সেখানে উপস্থিত ক্রেতা এবং আমরা তাকে তাড়াতাড়ি মাগুরা সদর হাসপাতলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তার মুখে পানি ছিটাতে বলেন। এরপর সে জ্ঞান ফিরে পায়।’

সদর হাসপাতলের চিকিৎসক আরিফুর রহমান জানান, গরমের কারণে এমনটা হয়ে থাকতে পারে। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।

মানিক সাহার মেয়ে সুবর্ণা সাহা বলেন, ‘বাবা আমার কয়েক সপ্তাহ ধরে ছোট ভাইকে নিয়ে চিন্তিত। আমার ভাইয়ের একটা ছোট অপারেশন হয়েছে। প্রতিদিন অনেক টাকার ওষুধ কেনা লাগে। বাবার চায়ের দোকানের আয় দিয়েই আমাদের সংসার চলে।

‘লকডাউনে দোকান বন্ধ হয়ে যেতে পারে ভেবে হয়তো বাবা দুশ্চিন্তায় জ্ঞান হারিয়েছে। তবে এখন তিনি সুস্থ আছেন।’

এ বিভাগের আরো খবর