ঢাকার আশুলিয়ায় তুরাগ নদে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গীর সীমান্তবর্তী এ নদ থেকে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাউর রহমান হারুনের বাড়ি সিলেটে। তবে তিনি গাজীপুরের টঙ্গী থানার ট্যাংপাড়া এলাকায় শ্বশুড়বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত নিউজবাংলাকে জানান, গতকাল সন্ধ্যায় তুরাগ নদে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে আশুলিয়া থানা পুলিশ ও টঙ্গী নৌ পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ফাঁড়িতে আনা হয়। এ সময় মরদেহের পকেটে থাকা মোবাইল সিম ও মানিব্যাগ থেকে জানা যায় তিনি জেলফেরত ও বিভিন্ন মামলার আসামি।
এসআই আরও জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। তবে সে সন্ধ্যায় তার স্ত্রীকে ফোন করে ছেলেমেয়েকে দেখে রাখতে বলেছিল। তাই পুলিশের ধারণা, সে আত্মহত্যা করে থাকতে পারে।
শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।