বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিরিরবন্দরের লোহার খনির ড্রিলিং শুরু

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ২৩:১৯

গত মাসে কেশবপুর গ্রামে জরিপে প্রাথমিকভাবে লোহার আকরিকের উপস্থিতি পায় জিএসবি। সেখানে ড্রিলিং কার্যক্রমের জন্য স্থাপনা গড়ে তোলার কাজ শুরু হয়। লোহার আকরিক পাওয়ার সম্ভাব্য স্থান ঘিরে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া। সেখানে কাজ করছেন ওই গ্রামের ১৫ জন কর্মহীন যুবক ও কৃষক। প্রথম তিন মাস কূপ খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধান।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় লোহার খনির সন্ধানে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং শুরু করেছে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।

উপজেলার পুনট্টি ইউনিয়নের কেশবপুরে শুক্রবার বিকেল চারটার দিকে এই কার্যক্রমে উদ্বোধন করেন জিএসবির মহাপরিচালক মো. শের আলী।

এ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই ড্রিলিংয়ের মাধ্যমে কেশবপুর গ্রামের মাটির নিচে কী কী সম্পদ আছে তা দেখা হবে। এতে এলাকাবাসীর ভয়ের কিছু নেই। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তথ্যগুলো সরকারকে সরবরাহ করব। পরে সরকার সেগুলো কাজে লাগাতে পারে।’

তিনি আরও বলেন, ‘জিএসবি মুজিব বর্ষে দেশের মানুষকে নতুন খনি উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে পাঁচটি কয়লা খনির সন্ধান পাওয়া গেছে। সেই খনিগুলোর কয়লা দিয়ে প্রায় ৫০ বছর পুরো বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। এই বিপুল পরিমাণ সম্পদ মাটি থেকে উত্তোলন করতে গেলে দেশের বহু মানুষের জমি নষ্ট হবে। সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করেই বাইরে থেকে কয়লা রপ্তানি করছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক হাসান, পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান নুর-এ-কামাল।

গত মাসে কেশবপুর গ্রামে জরিপে প্রাথমিকভাবে লোহার আকরিক থাকার উপস্থিতি পায় জিএসবি। সেখানে ড্রিলিং কার্যক্রমের জন্য স্থাপনা গড়ে তোলার কাজ শুরু হয়। লোহার আকরিক পাওয়ার সম্ভাব্য স্থান ঘিরে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া। সেখানে কাজ করছেন ওই গ্রামের ১৫ জন কর্মহীন যুবক ও কৃষক। প্রথম তিন মাস কূপ খনন করে চালানো হবে খনিজসম্পদের অনুসন্ধান।

এর আগে ২০১৯ সালের ১৯ এপ্রিল হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে উন্নতমানের লোহার আকরিক খনির কূপ খনন শুরু হয়। সর্বশেষ ২০২০ সালের ১ জানুয়ারি ড্রিল কার্যক্রমে পাওয়া লোহার খনির সম্ভাব্যতা নিশ্চিত, মজুত ও পরিধি যাচাইয়ে তৃতীয় পর্যায়ের ড্রিলিং শুরু করে জিএসবি।

জিএসবির কূপ খনন কাজে দলপ্রধান হিসেবে রয়েছেন উপপরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. মাসুদ রানা। তার সঙ্গে রয়েছেন উপপরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. নিহাজুল ইসলাম, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. নাজমুল হোসেন খান, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মঞ্জুর আহমেদ এলাহী ও সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. রোকনুজ্জামান।

এ বিভাগের আরো খবর