টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পলিমা বেগম নামের এক গৃহবধূকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির অদূরে ধানক্ষেত থেকে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
গৃহবধূ পলিমা বেগমের বাড়ি উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়ায়।
কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহম্মদ আলী নিউজবাংলাকে জানান, পলিমা বেগমের দুই মেয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। ছেলে নবম শ্রেণির ছাত্র। তিনি ওই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন।
তিনি আরও জানান, সম্প্রতি পলিমার ছেলে ঢাকায় বোনের বাসায় বেড়াতে গেলে বাড়িতে একাই ছিলেন পলিমা। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনা আক্তার নিউজবাংলাকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।