ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির আঙিনা থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পাহাড়পুর ইউনিয়ন থেকে শুক্রবার সকালে অফিয়া খাতুন নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ইউনিয়নের চাঁনপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন জানু মিয়া নিউজবাংলাকে বলেন, ‘প্রতি শুক্রবারের মতো সকাল সাড়ে দশটার দিকে মসজিদের জন্য চাল তুলতে অফিয়া খাতুনের বাড়ি যাই। গিয়ে দেখি দরজার সামনে মাটিতে তার রক্তমাখা লাশ। তখন তার মামা মন্নাফ মৃধাকে খবর দিলে তিনি পুলিশ ডাকেন।’
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, ‘অফিয়া খাতুনের স্বামী আগেই মারা গেছে। তার কোনো সন্তান নাই, জায়গা-জমি নাই। কোনো শত্রু থাকারও কথা না। কেন এই বয়সে তাকে এভাবে হত্যা করা হলো না বুঝতেসিনা।’
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘অফিয়া খাতুনের গলায় আঘাত রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’