ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় মাদক কেনাবেঁচার গোপন সংবাদে অভিযান চালায় র্যাব। এ সময় সন্দেহভাজন একটি পেঁয়াজভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলোর মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পেঁয়াজ পরিবহনের আড়ালে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করত। পরে সেইসব মাদক রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতার কাছে বিক্রি করত।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।