বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের, হাসপাতালে মা

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ১১:৫৩

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাছিম জানান, সদর থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর। পথে তারাবাড়িয়া বাজার এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। সে সময় বালুবাহী ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

পাবনা সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মেয়েটির মা।

সদর উপজেলার তারাবাড়িয়া বাজার এলাকায় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদরে দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের আলমগীর হোসেন ও তার ছয় বছরের মেয়ে সিনহা। আহত হয়েছেন আলমগীরের স্ত্রী নাসরিন আক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাছিম জানান, সদর থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর। পথে তারাবাড়িয়া বাজার এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। সে সময় বালুবাহী ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত নাসরিনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয় লোকজন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

দুর্ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও হেলপার। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক ভাঙচুর করেন। পুলিশ সেখানে গিয়ে তাদের সরিয়ে দেয়।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর