নওগাঁর রাণীনগরে ১৫ দিনের ব্যবধানে একই পুকুর থেকে আরেকটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।
উপজেলার করজগ্রাম এলাকার ওই পুকুর থেকে বৃহস্পতিবার বিকেলে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কাউয়া ঠেঙ্গা পাড়া এলাকায় গত একমাস ধরে খাস পুকুর পুনঃখনন করছে।
খনন কাজ চলার সময় বৃহস্পতিবার বিকেলে ১৯ ইঞ্চি লম্বা ও ৯ ইঞ্চি চওড়া ১৪ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
ওসি আরও জানান, গত ১৬ মার্চ সন্ধ্যায় এই পুকুরেই খননের সময় ৩৬ ইঞ্চি লম্বা ও সাড়ে ১৫ ইঞ্চি চওড়া ৩৮ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এরপর আদালতের নির্দেশে নওগাঁ জেলা পুলিশ সুপারের মাধ্যমে গত ২৭ মার্চ মূর্তিটি নওগাঁর পাহারপুড় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার উদ্ধার মূর্তিটিও একই প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান ওসি শাহিন।