জেটিতে ভিড়তে সহায়তা করার সময় গাড়িবাহী একটি জাহাজের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বন্দরের একটি টাগবোট (সাহায্যকারী জলযান)।
বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটিতে দুর্ঘটনার কবলে পড়ে বন্দরের টাগবোট কান্ডারি-১১।
দুর্ঘটনার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম।
তিনি বলেন, মালয়েশিয়া স্টার নামে একটি গাড়িবাহী জাহাজ বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ছিল (বার্থিং)। জাহাজটিকে বার্থিংয়ে সাহায্য করছিল বন্দরের টাগবোট কান্ডারি-১১। এই সময় জাহাজের ধাক্কায় টাগবোটটি দুর্ঘটনার কবলে পড়ে। ধাক্কার কারণে টাগবোটের পেছনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে টাগবোটটি উদ্ধার করা হয়। এরপর গাড়িবাহী জাহাজটি নিরাপদে জেটিতে ভিড়েছে।
বন্দর সূত্র জানায়, মালয়েশিয়া স্টার নামে জাহাজটি ২৪ মার্চ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। এর আগে জাহাজটি অন্তত ৩৬৫টি গাড়ি নিয়ে জাপান থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে রওনা দেয়। পথে মিয়ানমারের একটি বন্দরে মালয়েশিয়া স্টার থেকে গাড়ি খালাস করা হয়।
দুর্ঘটনার ক্ষতিপূরণ কারা দেবে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, দুর্ঘটনার কারণে টাগবোটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ম অনুযায়ী, জাহাজ কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের জন্য জাহাজটির বাংলাদেশি শিপিং এজেন্টের সঙ্গে যোগাযোগ করবে বন্দর কর্তৃপক্ষ।