মামলায় বলা হয়, মেয়েটি মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশি ভ্যানচালক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বরিশালের উজিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযোগে মামলা করেন শিশুটির বাবা।
মামলায় বলা হয়, মেয়েটি মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী ভ্যানচালক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুটি তার পরিবারকে জানালে মামলা করেন বাবা। তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান নিউজবাংলাকে জানান, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।