মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের জেলা কমিটির আমিরসহ ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
উপজেলার শিবপুর গ্রামের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে আছেন জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী ও মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজু গাজী। আটক ১১ জনের মধ্যে আছেন ৫ জন নারীও। তারা জামায়াতের কর্মী বলে জানায় পুলিশ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম নিউজবাংলাকে জানান, ‘মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজু গাজীর বাড়িতে গোপন সভা চলছে এমন তথ্য আমরা পেয়েছি। এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে ফজুসহ ১৩ জনকে আটক করা হয়।’
ওসি জানান, তাদের আটকের পর সেখান থেকে তিনটি ককটেল, বিপুল জিহাদি বই ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর নেয়া হবে আইনি প্রক্রিয়া।