বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ১২:০৫

চিংড়াখালী থেকে স্ত্রীকে নিয়ে অটোরিকশায় মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে উপজেলার জোকা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুস্তম শিকদারের বাড়ি উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেলবাড়িয়া গ্রামে।

আহত হন রুস্তমের স্ত্রী ফিরোজা বেগম ও অটোরিকশার চালক মো. রানা।

স্থানীয়দের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এসএম তরিকুল ইসলাম জানান, চিংড়াখালী থেকে স্ত্রীকে নিয়ে অটোরিকশায় মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন রুস্তম। আহত ব্যক্তিদের বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এসআই আরও জানান, দুর্ঘটনাস্থলে রাস্তার পাশেই ইটের স্তূপ ছিল। ধারণা করা হচ্ছে, স্তূপের কারণে বাসচালক অটোরিকশাটি দেখতে পায়নি বলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিভাগের আরো খবর