রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মণ্ডল দু্র্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
ইউনিয়ন পরিষদ এলাকায় বুধবার রাতে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর রাজধানীর একটি হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবির এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, ‘তার অবস্থা আশঙ্কাজনক। পেটের বাম পাশে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
অবস্থার অবনতি হওয়ায় গনি মন্ডলকে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।
ওসি আব্দুল্লাহ জানান, কারা হামলা চালিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।