আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান।
চানমারি রোডের বাঘঘোনায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক নিউজবাংলাকে বলেন, ‘ভোর পাঁচটার দিকে চানমারি রোডের কয়েকটি দোকানে আগুন লাগার খবর পাই। আমাদের তিনটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। এই ঘটনায় দশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।’
আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন এনামুল হক।