বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপহৃত শিশু উদ্ধার, আটক চাচা

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ০৯:২৭

‘রাতেই আমি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করি। রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা না দিলে আমার ছেলেকে খুন করার হুঁমকিও দেয় তারা।’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিকেলে অপহরণ হওয়া শিশুকে রাতে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে শিশুর চাচাসহ পাঁচজনকে।

উপজেলার আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে বুধবার মধ্যরাত ৩টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু কাজী আব্দুল আজিজ ওই এলাকার দন্ত চিকিৎসক কাজী সজীবের একমাত্র ছেলে।

আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় বাড়ির সামনে থেকে বুধবার বিকেলে শিশুটিকে অপহরণ করা হয়।

শিশুটির বাবা কাজী সজীব বলেন, ‘বুধবার বিকেলে আমার ছেলে বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যায় ছেলেকে বাড়ি ফিরতে না দেখে অনেক খোঁজাখুঁজি করি। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, বিকেলে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আমার ছেলেকে নিয়ে গেছে।

‘রাতেই আমি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করি। রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা না দিলে আমার ছেলেকে খুন করার হুঁমকিও দেয় তারা।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শিশুটির বাবা একটি লিখিত অভিযোগের পর অভিযান শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়।

সারা রাত অভিযানের পর মধ্যরাত ৩টার দিকে আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী সজীবের চাচাতো ভাই কাজী সুমনসহ পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, সুমনই অপহরণের মূল পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর