কুমিল্লার দেবিদ্বারে গায়েহলুদের অনুষ্ঠানে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
নিহত ব্যক্তিরা হলেন ২০ বছরের মো. সাইফুল ও ১৯ বছরের মো. ফাহিম।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আরিফুর জানান, ওই এলাকায় একটি গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। তাতে যোগ দেন পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু যুবক। তারা অনুষ্ঠানের কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি নজরে পড়লে বিয়েবাড়ির লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ওসি জানান, ঘটনাস্থলেই নিহত হন একজন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথে আরও একজন মারা যান। আহত অন্যদের সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
ওসি আরও জানান, নিহত দুই তরুণ বিয়েবাড়ির পক্ষের লোক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।