স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তোতা তালুকদার নিখোঁজ হন। পরে একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, তোতাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে যাওয়া হয়।
টাঙ্গাইলের ঘাটাইল থেকে তোতা তালুকদার নামে এক ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ঝুনকাইল গ্রামের দক্ষিণপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তোতা তালুকদারের বাড়ি উপজেলার ঝুনকাইল গ্রামের দক্ষিণপাড়ায়। তিনি কৃষি কাজ করতেন।
স্থানীয় লোকজন জানান, তোতা মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম নিউজবাংলাকে জানান, তোতা তালুকদারকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।