বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই ইউপি নির্বাচন: সংঘর্ষ, প্রচার ক্যাম্প ভাঙচুর

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ১৮:৩০

বরগুনা সদর ইউপিতে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন বিদ্রোহী প্রার্থী।

বরগুনা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু জাফর ও জহিরুল ইসলাম সৌরভের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ সময় জাফরের প্রচার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

অন্যদিকে, জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আকতারুজ্জামান বাদল খানের বিরুদ্ধে হামলা, হুমকি, মারধর ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মোহসিন।

বুধবার বেলা ১১টার দিকে বরগুনা সদর ইউনিয়নের ঢলুয়া এলাকায় বরগুনা-বরইতলা সড়কে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু জাফরের সমর্থকেরা মানববন্ধন করেন।

আবু জাফর জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢলুয়ায় তার প্রচার ক্যাম্পে ভাঙচুর করেন স্বতন্ত্র প্রার্থী সৌরভের সমর্থকরা।

মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, সৌরভ নিজে তার সমর্থকদের নিয়ে জাফরের প্রচার ক্যাম্পে ভাঙচুর চালান। এ সময় তারা জাফরের সমর্থকদের গালাগালি ও হুমকি দেন।

মানববন্ধনে আরও বলা হয়, সৌরভ ও তার ছোট ভাই জিয়াউল হাসান সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সৌরভ এলাকার শিশুদের টাকা দিয়ে তার প্রচারের কাজে ব্যবহার করেছেন।

তবে সৌরভ পাল্টা অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে জাফরের সমর্থকরা তার ছোট ভাই আজহারিকে মারধর করে আহত করেছেন। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনার পর জাফরের লোকেরা নিজেদের প্রচার ক্যাম্প ভাঙচুর করে নাটক সাজিয়েছেন।

এদিকে, চাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান বাদল খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখানো, প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহসীন।

দুপুর ১২টার দিকে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহসিন বলেন, ২৩ মার্চ বিকেলে তালুকদার বাজার যাওয়ার পথে পাতাকাটা এলাকায় বাদলের সমর্থকদের হামলায় তার সাত কর্মী আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ওই সময়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন বাদলের সমর্থকরা।

তিনি বলেন, বাদল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৯টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালান।

‘ব্রিজের নামে গায়েবি প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলোচিত এই বাদল। আমি ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার কারণে তিনি আরও বেশি ক্ষুব্ধ।’

এ বিষয়ে আকতারুজ্জামান বাদল খান বলেন, ‘মহসিনের অভিযোগের কোনো সত্যতা নেই। নৌকার বিরুদ্ধে যাওয়ায় এলাকায় তার ভোটার-সমর্থক নেই। এসব কারণে স্বতন্ত্র প্রার্থী মহসিন আমার বিরুদ্ধে এসব অপ্রচার চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিয়ম মেনেই প্রচার চালিয়ে আসছি এবং জনগণের সমর্থন নিয়েই মাঠে আছি।’

এ বিভাগের আরো খবর