বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংস্কারবাদী জেএসএস নেতার ময়নাতদন্ত

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ১৮:০৪

নিহত বিশ্বমিত্র যুদ্ধ চাকমা নামে পরিচিত। তিনি জেএসএস-এমএম লারমার সামরিক কমান্ডার ছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে দেয়া হয়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিহত জনসংহতি সমিতির (সংস্কার) নেতা নিহত বিশ্বমিত্র চাকমার ময়নাতদন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারকে দিয়েছে পুলিশ।

নিহত বিশ্বমিত্র যুদ্ধ চাকমা নামে পরিচিত। তিনি জেএসএস-এমএম লারমার সামরিক কমান্ডার ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএম লারমা-সংস্কারবাদী) দাবি, বুধবার বাঘাইছড়ির বাবুপাড়া এলাকার একটি বাড়িতে বিশ্বমিত্র ও বন্ধু সুজন অবস্থান করছিলেন। গভীর রাতে বন্ধু সুজন চাকমা গুলি করে হত্যা করেন বিশ্বমিত্রকে।

হত্যার পর বিশ্বমিত্র চাকমার কাছে থাকা অত্যাধুনিক এম ফোর রাইফেল ও একটি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়ে গেছেন সুজন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস মূল দল) সঙ্গে ষড়যন্ত্র করে বিশ্বমিত্র চাকমাকে হত্যা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পার্বত্য চট্টগাম জনসংহতি সমিতির (জেএসএস মূল দল) নেতা ত্রিদিব চাকমা।

তিনি বলেন, ‘হত্যার কোনো ঘটনা ঘটলে জেএসএসকে জড়ানো সংস্কারবাদী দলের কৌশল হয়ে দাঁড়িয়েছে।’

রাঙ্গামাট বাঘাইছড়ি থানা পুলিশের নায়েক রাশেদ আলম নিউজবাংলাকে বলেন, সদর হাসপাতালে বিশ্বমিত্রের ময়নাতদন্ত হয়েছে।

এ বিভাগের আরো খবর