হবিগঞ্জে মাত্র ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। এ সময় ভেঙে পড়েছে বেশ কিছু গাছপালা। এমনকি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহর।
হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলার ওপর দিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
এই ঝড়ে জেলার ৯টি উপজেলাতেই ব্যাপক ক্ষতি হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকায়। ঝড়ে ছোট-বড় বিলবোর্ড পড়ে যায় রাস্তার ওপর। বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িক বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও তা সংযোগ স্বাভাবিক করতে রাতেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাঠে নামেন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ‘কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ২৪টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। এ ছাড়া দুটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে পুরো জেলাতেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।
‘ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় রাতভর চেষ্টার পর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।’রাতভর ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।তিনি বলেন, ‘কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাতেই পৌরসভার কর্মীদের নিয়ে আমি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করার তাগিদ দিয়েছি।’