র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল নিউজবাংলাকে বলেন, ‘মাসুদ হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সাভারে প্রায় সাত শ গ্রাম হেরোইনসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস।
আটক মাসুদ রানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বেলা ১২টায় র্যাব-৪ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় মাদককারবারি মাসুদকে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল নিউজবাংলাকে বলেন, ‘মাসুদ হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত। তার বিরুদ্ধে মামলা হয়েছে।