নড়াইলের কালিয়ার পারবিঞ্চু গ্রামের বনি মোল্লা হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম হাওলাদার বুধবার দুপুরে এই রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ব শত্রুতার জেরে ২০১৯ সালের ১১ মে বাড়ির পাশের ঘেরে বনি মোল্লার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। দৌড়ে প্রতিবেশী ছাকু কাজীর বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে বের করে আবার তাকে এলোপাতাড়ি কোপানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় বনিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুইদিন পর নিহতের বাবা ৩২ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত চলাকালে এ মামলায় আরও দুইজনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন ২০২০ সালের ২৫ জুলাই ৩০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন। ১৮ জনের সাক্ষ্য নিয়ে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার দুই আসামির বিচার শিশু আদালতে চলছে। সব আসামিই গ্রেপ্তার আছেন।