কিশোরগঞ্জের ইটনায় নিজ গোডাউন থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইটনা পুরানবাজারের মধ্যগলিতে চাঁদনী স্টোর থেকে বুধবার সকালে মরদেহ উদ্ধার হয়।
মৃত ব্যবসায়ীর নাম জসিম। তার বাড়ি ইটনা উপজেলা সদরের মৃর্দাহাটি এলাকায়।
জসিমের বড় ভাই দুলাল মিয়া নিউজবাংলাকে জানান, মঙ্গলবার সকালে দোকানে যান জসিম। সারাদিন সেখানেই ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকানের কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলে গোডাউনে যান তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরদিন সকালে কর্মচারীদেরকে নিয়ে গোডাউনে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ করা। ডাকাডাকির পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয় তারা। পুলিশ এসে দরজা ভেঙে দড়িতে ঝুলন্ত অবস্থায় জসিমের মরদেহ দেখতে পান।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’