বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদ্রাসা ছাত্রকে মারধর, প্রিন্সিপালসহ গ্রেপ্তার ২

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ১২:৩৯

ওই মাদ্রাসা ছাত্রের বাবা বলেন, তাকে মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তার পিঠ, পা ও হাতে আঘাতের চিহ্ন আছে। এখন সে তার মামার বাসাতেই আছে।

সাভারে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন প্রিন্সিপাল মাওলানা আকরাম হোসেন ও তার ভাই শিক্ষক আব্দুর রহমান নবী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় বলা হয়েছে, সোমবার বিকেলে মাদ্রাসার থেকে বের হয়ে ঘুরতে যাওয়ায় ওই ছাত্রকে মারধর করেন মাদ্রাসার প্রিন্সিপাল। পরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

ছেলেটির বাবা নিউজবাংলাকে বলেন, ‘আমি খুলনায় থাকি। সোমবার কয়েকটা অচেনা নম্বর থেকে ফোন আসে আমার মোবাইলে। পরে একটা নম্বরে ফোন করলে জানায়, তিনি একজন ভ্যানচালক। আমার ছেলে তার সামনে বসে আছে। ছেলের মাদ্রাসার শিক্ষক তাকে মারছে। তার পা দিয়ে রক্ত পড়ছে। সে পালিয়ে এসেছে.. পরে ওই ভ্যানওয়ালা তাকে নবীনগরে তার মামার বাসায় পৌঁছে দেয়।’

বাবা জানান, মারধরে পিঠ, হাত ও পায়ে আঘাত পেয়েছে ওই শিক্ষার্থী

তিনি আরও জানান, ছেলেকে মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তার পিঠ, পা ও হাতে আঘাতের চিহ্ন আছে। এখন সে তার মামার বাসাতেই আছে।

মাদ্রাসার এক শিক্ষার্থী নিউজবাংলাকে জানায়, ‘শবে বরাতের ছুটি হইলে ওই ছেলে চইলা গেছে। কই গেছে না গেছে আমরা জানি না। পরে বিকালে বাইরে হুজুরের (প্রিন্সিপাল) সঙ্গে সাইফুলের দেখা হইছে। বিকালেই বিচারটা হইছে আরকি। পরে হুজুর প্লাস্টিকের পাইপ দিয়া ওরে কয়েকটা বাড়ি দিছে, তিনটা না চারটা। মাইর দেয়ার পরে আমার কাছে ওষুধ ছিল। হুজুর আবার ওষুধ আনাইছে ব্যথার ট্যাবলেট। আইনা খাওয়াইছে।’

এসআই আল মামুন কবির নিউজবাংলাকে বলেন, ‘ওই শিক্ষার্থীর বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ও এক শিক্ষকের বিরুদ্ধে তার ছেলেকে মারধরের অভিযোগ করেছেন। এ ঘটনায় রাতেই তাদের আটক করা হয়েছে। বুধবার সকালে আটক দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।’

এ বিভাগের আরো খবর