সুনামগঞ্জের দিরাইয়ে ঝড়ে উড়ে গেছে মুজিববর্ষে উপহার হিসেবে ভূমিহীনদের দেয়া ১০টি ঘরের চাল।
মঙ্গলবার রাত ৯টার দিকের ঝড়ে উপজেলার শ্যামারচর নতুন হাটি এলাকায় এই প্রকল্পের ২৫টি ঘরের মধ্যে ১০টির চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অন্য ঘরগুলোও।
চাল উড়ে যাওয়া একটি ঘরের মালিক বিদ্যুৎ দাস বলেন, ‘সামান্য ঝড়ে ঘরের চাল সব উড়াইয়া নিসেগি (নিয়েছে)। এই ঘরও আর থাকা যাইত না। রড কাঠ উড়াইয়া নিসেগি। কাম করছে নিম্নমানের। আশপাশে সবের ঘরের চাল রইছে। কিন্তু আমরা যারা ঘর পাইছি, তারার সব চাল উড়াইয়া নিসেগি। এখন একটা গরুর ঘর আছে, ইকানো রাতটা কাটাইরাম।’
শংকর চন্দ্র দাস নামে আরেকজন বলেন, ‘হালকা বাতাস দিয়া কয়েক মিনিটের লাগি ঝড় আইছিল। এর থকিও (এর থেকেও) কত বড় বড় তুফান দেখছি, কিন্তু সামান্য তুফানে ঘরের চাল কাঠসহ উড়াইয়া নিতে ইবার দেখছি। আমরা কিতা করতাম। বাচ্চাকাচ্চা নিয়া দৌড়ায়া অন্য এক জাগাত আইছি। ঘরের সবতা নষ্ট অইগেল।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, মুজিববর্ষে উপহার পাওয়া ঘরগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে সেগুলো সরকারি খরচেই মেরামত করে দেয়া হবে।