বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিন দফায় গ্রেপ্তার ৬১ ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের নির্দেশে তাদের মুক্তি দেয়া হয়।
ওই জেলেদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে বাগেরহাট কারা কর্তৃপক্ষ।
বাগেরহাট কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ করে মাছ শিকারের সময়ে প্রথম দফায় ২০২০ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা মাছ ধরা ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে। আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তিনি আরও জানান, ওই বছরের ২৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় কোস্টগার্ড সদস্যরা ‘এফবি মঙ্গল চন্ডি-৭’ নামের একটি মাছ ধরা ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করে। তাদেরও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সর্বশেষ ২০২১ সালের ৩১ জানুয়ারি কোস্টগার্ড ‘এফবি শঙ্খদ্বীপ’ ও ‘এফবি স্বর্ণলতা’ নামের দুটি মাছ ধরা ট্রলারসহ আরও ২৮ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠায়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।