বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতে গোলাগুলি, ইউপি সদস্য প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ২৩:২১

নির্বাচনী প্রচারের ফেস্টুন লাগাতে বাধা দেয়া, লোকজনকে মারধর করে আহত করা ও গুলি ছোড়ার অভিযোগ করেছেন উভয় বাদী।

ঢাকার সাভারে আশুলিয়ায় মধ্যরাতে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনায় অভিযোগ করেছে দুই পক্ষ।

সোমবার রাতের ঘটনায় কেউ গুলিবিদ্ধ না হলেও উভয় পক্ষই একে অপরকে দুষছে। মঙ্গলবার আশুলিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। মামলার বাদীরা হলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মাদবর ও আওয়ামী লীগ প্রার্থী আবু সামা মৃধা।

দুজনই ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মাদবর নিউজবাংলাকে বলেন, ‘আমিও মেম্বার প্রার্থী, উও (আবু সামা) মেম্বার প্রার্থী। কালকা আমার চারটা ছেলের দিয়া আমি ফেস্টুন লাগানোর জন্য পাঠাই। ওর (আবু সামা) বাসার সামনের রাস্তায় গাছে ফেস্টুনগুলা যখন লাগাইতে যায়, তখন ওর ছেলেপেলেরা রডমট দিয়া মারধর করে আমার ছেলেগুলারে। একজনের মাথায় আটটা আর আরেকজনের চোখের ওপর চারটা সিলি (সেলাই) লাগে৷ পোলাপানগুলা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিছে। পোলাপানের কাছে শুনলাম, আবু সামার লোক আনোয়ার হোসেন ভুট্টু, হেই নাকি আবার ফাঁকা গুলিও ছুড়ছে। আমি আইজকা বিকালে থানায় অভিযোগ করছি।’

অন্যদিকে আবু সামা মৃধা নিউজবাংলাকে বলেন, ‘মানিকগঞ্জ পাড়া এলাকায় বিএনপি নেতা কালাম ও তার বাসা পাশাপাশি। গতকাল রাত পৌনে ১টার দিকে শবে বরাতের নামাজ পড়ে আমি বাসায় আসতেছিলাম। বাসার কাছে পৌঁছতেই আমাকে লক্ষ্য করে কালাম ও তার লোকজন গুলি করে। আমি তিনটা গুলির আওয়াজ শুনছি। পরে আতঙ্কে আমার ভাইয়ের বাসার মধ্যে ঢুকে পড়লে ২০-২৫ জন গেটে বাইড়াবাইড়ি করে চইলা গেছে।

কী কারণে তার ওপর হামলা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ১৫ দিন আগে আমাকে হুমকি-ধামকি দিছে, আমার পোলাপানরে মারধর করছে। তখন আমি থানায় অভিযোগ করছিলাম। গুলি কইরা আতঙ্ক সৃষ্টি করলে তো আর জনপ্রিয়তা পাওয়া যাইব না।’

নির্বাচনী প্রচারের ফেস্টুন লাগাতে বাধা দেয়া, লোকজনকে মেরে আহত করা ও গুলি ছোড়ার অভিযোগ মিথ্যা দাবি করেছেন সদস্য প্রার্থী আবু সামা।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া নিউজবাংলাকে বলেন, ‘গতকাল শবে বরাত ছিল। এমনিও এ রাতে মানুষ বাজি ফাটায়। আসলেই গোলাগুলি হয়েছে, নাকি আসলে বাজি ফাটানো হয়েছে সেটা তদন্ত করে দেখছি।’

এ বিভাগের আরো খবর