বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত দুই

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ২১:০০

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেলে বসন্তপুর স্টেশন বাজারসংলগ্ন কামাল মিয়ার ইটভাটার সামনে রেললাইন পার হচ্ছিল মাটিবাহী ড্রাম ট্রাক। ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি ট্রেন ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে গাড়িটি রেললাইনের পাশে পথচারী বাবলু মোল্লার ওপর এসে পড়ে।

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহযোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী।

সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারে মঙ্গলবার বিকেলে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক পলাশ শেখ ও তার সহযোগী মো. মিলন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেলে বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার ইটভাটার সামনে রেললাইন পার হচ্ছিল মাটিবাহী ড্রাম ট্রাক।

ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি ট্রেন ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে গাড়িটি রেললাইনের পাশে পথচারী বাবলু মোল্লার ওপর এসে পড়ে।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর পলাশ ও মিলনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবলু মোল্লাকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার পর থেকে এই রুটে সোয়া তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম নিউজবাংলাকে জানান, মরদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো খবর