গাজীপুরে কাভার্ডভ্যানকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশের খাদে ইট বোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে জেলার কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হন মো. ইউসুফ ও আবু বক্কর। তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার শিকার ট্রলিটি ইট নিয়ে কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে জায়গা দিতে গিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে। ট্রলির ওপর থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ট্রলিচালক একই হাসপাতালে ভর্তি।