চট্টগ্রামে নগর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীর সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আগুন দেয়া হয় বাইক ও রিকশাভ্যানে। এতে কাজির দেউড়ি ও নাসিমন ভবন এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার বেলা ৩টার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নগর বিএনপির নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান দাবি করেন, পুলিশি হামলায় কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, সোমবার বিকেলে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে বিএনপি। চিটাগাং ক্লাব ও আলমাস সিনেমা হলের সামনে থেকে বড় দুটি মিছিল বের হয়। মিছিল দুটি কাজির দেউড়ি মোড়ে আসতেই পুলিশ নেতা-কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে। পুলিশের গুলিতে অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে নেতা-কর্মীদের ওপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। ছয়জন পুলিশসদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।’
সংঘর্ষে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে একজন পুলিশ সদস্য।