টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে মাটি তোলার সময় একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। স্থানীয় লোকজনের ধারণা, এটি মুক্তিযুদ্ধকালের।
উপজেলার সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটে নগর গ্রাম থেকে সোমবার দুপুরে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু নিউজবাংলাকে জানান, ওই গ্রামের শিক্ষক মো. আবুল সম্প্রতি তার বাড়ির একটি পুকুর খনন কাজে হাত দেন। সকালে শ্রমিকরা কাজ করার সময় গ্রেনেডের সন্ধান পান।
তিনি আরও জানান, গ্রেনেডটি উদ্ধার করে ঘাটাইল থানায় রাখা হয়েছে। বিশেষজ্ঞ টিম এটি পরীক্ষা করে দেখবে।
সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বলেন, গ্রেনেডটি দেখে মনে হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।