চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সৌরভের বিরুদ্ধে অভিযোগ, তিনি গেল ১৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন।
সোমবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ মো. হেলাল উদ্দিনের আদালত সৌরভকে হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদের অনুমতি দেয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ন কবির নিউজবাংলাকে বলেন, পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে দুই দিনের রিমান্ড দেয় আদালত।
চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌধুরী। নগরের সদরঘাট থানার উত্তর নালাপাড়ায় বসবাস করে তার পরিবার।
ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ গত ২০ মার্চ রাতে রাউজান থানায় সৌরভের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
মামলায় ২১ মার্চ ভোর ৪টার দিকে নগরের উত্তর নালাপাড়া হাজী ইয়াকুব মঞ্জিলের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।