নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত।
আসামি শেফালীকে আমৃত্যু যাবজ্জীবন সাজা ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দেয়া হয়েছে এক বছরের কারাদণ্ড।
কাওছার আক্তার জেরিন নামের আরেক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দেয়া হয়েছে এক বছরের কারাদণ্ড।
সোমবার সকাল ১০টার দিকে নড়াইল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।
শেফালীর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়। আর জেরিনের বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার পূর্বদোজারী গ্রামে।
মামলায় বলা হয়, ২০১৪ সালের ১৬ জুলাই নড়াইল সদর থানা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ শেফালীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
আরেক মামলায় বলা হয়, ২০২০ সালের ১ অক্টোবর ২ হাজার পিস ইয়াবাসহ নড়াইল সদর উপজেলা পাইকমারি গ্রাম থেকে জেরিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।