বরিশালে এক বৃদ্ধার নাক থেকে অস্ত্রোপচার করে শ খানেক পোকা বের করা হয়েছে।
নগরীর রয়েল সিটি হাসপাতালে শনিবার রাতে অস্ত্রোপচার হয় কুমুদিনী বালার। তার বয়স ৯৫ বছর। তিনি বর্তমানে ওই হাসপাতালের ৪০৯ নম্বর কক্ষে চিকিৎসাধীন।
চিকিৎসকরা বলেছেন, রোগটার নাম ‘ম্যাগট ইন দ্য নোস’ বা ‘ন্যাজাল মিয়াসিস’। নাক বা কান অপরিষ্কার থাকলে মাছি বা মশা সেখানে বসে ডিম পেড়ে বংশবিস্তার করলে এমন রোগ হয়।
কুমুদিনী বালা পটুয়াখালী সদর উপজেলার কাকড়াবুনিয়া এলাকার মৃত অমূল্য চন্দ্র হালদারের স্ত্রী।
কুমুদিনী বালার ছেলে মন্টু হালদার সোমবার দুপুরে নিউজবাংলাকে বলেন, ‘বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ আমার মা। সম্ভবত কয়েক মাস আগে অসচেতনতাবশত তার নাকে মাছি ঢুকে ডিম পাড়ে। শনিবার ২৬ মার্চ সকালে তার নাক থেকে পোকা পড়তে দেখা যায়।
‘পরে ভর্তি করা হয় পটুয়াখালীর প্রাইম ডায়াগনস্টিক ও ক্লিনিকে। সেখানকার চিকিৎসক তাকে বরিশাল মেডিক্যালে ভর্তি করার পরামর্শ দেন। এর পর তাকে রয়েল সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে চিকিৎসক খান আব্দুর রউফ শ খানেক পোকা বের করেন। পরে আরও কিছু বের করা হয়।’
বৃদ্ধার নাক থেকে বের হওয়া পোকা
রয়েল সিটি হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ খান আব্দুর রউফ জানান, নাক বা কান অপরিষ্কার থাকলে মাছি বা মশা সেখানে বসে ডিম পেড়ে বংশবিস্তার করে। এই সিজনে মশারি ছাড়া ঘুমানো ভালো না। যাদের স্বাস্থ্যসচেতনতা কম, তাদেরই এমন হতে পারে। এই রোগের সিজনটাই এখন।
এখানে যে রোগী ভর্তি হয়েছেন সেই রোগী বাসায় থাকেন। তাকে টেক কেয়ারের লোক নেই। মাছি নাকের মধ্যে ঢুকে ডিম পাড়ার কারণে এই সমস্যা হয়েছে। কিছুদিন চিকিৎসাধীন থাকার পর আবার ওয়াশ করলে ঠিক হয়ে যাবে।