ওসি মনিরুজ্জামান বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আকাশ মিয়ার। আহত অন্তত ১০ জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
উপজেলার মাহনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার বারিচা শিবপুরে। তিনি বাসচালক ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশ মিয়ার। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসি আরও বলেন, দুটি বাস জব্দ করা হয়েছে। পালিয়ে গেছেন একটির চালক। মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।