বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলে গেলেন শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী

  •    
  • ২৯ মার্চ, ২০২১ ০১:৩৪

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি ওই মামলার একটি অংশের বিচার শেষ হয়েছে।  

সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন আর নেই।

রোববার ভোর ৫টার দিকে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

কমান্ডার মোসলেমউদ্দিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি ওই মামলার একটি অংশের বিচার শেষ হয়েছে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে মোসলেমউদ্দিন ৯ নম্বর সেক্টরে যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি মোসলেম কমান্ডার নামে পরিচিত ছিলেন।

মোসলেমউদ্দিনের সহধর্মিণী রোকেয়া মোসলেম জেলা পরিষদের সদস্য, ছেলে বিপ্লব হোসেন কলারোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেয়ে সুরাইয়া ইয়াসমিন রত্না কাজিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক।

কমান্ডার মোসলেমউদ্দিন রাজনৈতিক জীবনে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার বিকেলে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এ বিভাগের আরো খবর