বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি প‌রোয়ানা

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ২২:২৭

সাহানুরের আইনজীবীরা বলেন, প্রতিষ্ঠিত হওয়ার পর বাবাকে অবহেলা করেন মোজাম্মেল। সম্প্রতি ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে গিয়ে ১৬ শতাংশ জমি নি‌জের নামে লিখে নেন তিনি। কিছু দিন না যেতেই বাকি সম্পত্তি নিজের নামে লিখে দিতে সাহানুরকে চাপ দেন মোজাম্মেল। এতে আপত্তি জানালে বাবার ভরণ-পোষণ বন্ধ করে দেন তিনি।

পটুয়াখালীর বাউফলে ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক বাবা।

রোববার দুপুরে পটুয়াখালীর জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন ৭৪ বছর বয়সী এ জেড এম সাহানুর।

অভিযোগ আমলে নিয়ে ছেলে মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন বিচারক আমিনুল ইসলাম।

মো. মোজাম্মেল নওমালা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত।

বাবা এ জেড এম সাহানুরের আইনজীবী মো. রুহুল আমিন ও গাজী মাজহারুল ইসলাম জানান, স্ত্রী মারা যাওয়ার পর ছেলের ভবিষ্যত বিবেচনা করে দ্বিতীয় বিবাহ করেননি বাদী। মায়ের অভাব বুঝতে না দিয়ে ছেলেকে উচ্চ শিক্ষিত করেছেন সাহানুর।

তারা বলেন, প্রতিষ্ঠিত হওয়ার পর বাবাকে অবহেলা করেন মোজাম্মেল। সম্প্রতি ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে গিয়ে ১৬ শতাংশ জমি নি‌জের নামে লিখে নেন তিনি। কিছু দিন না যেতেই বাকি সম্পত্তি নিজের নামে লিখে দিতে সাহানুরকে চাপ দেন মোজাম্মেল। এতে আপত্তি জানালে বাবার ভরণ-পোষণ বন্ধ করে দেন তিনি।

আইনজীবীরা জানান, গত ২০ মার্চ গালমন্দ করে ঘাড় ধাক্কা দিয়ে এক কাপড়ে বাবাকে ঘর থেকে বের করে দেন মোজাম্মেল। বর্তমানে তিনি অন্যের ঘরে বাস করছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান জানান, আদালতের গ্রেপ্তারী প‌রোয়ানা এখনও হা‌তে পাই‌নি। সে‌টি পে‌লেই তা‌কে গ্রেপ্তার করা হ‌বে।

এ বিভাগের আরো খবর