মানিকগঞ্জে ছিনতাই করে পালানোর সময় আগ্নেয়াস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
রোববার বিকেলে পৌনে ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের হিজুলী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সাড়ে ২৯ হাজার টাকাও।
ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর গ্রামের সার্জেন্ট (অবঃ) আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন ও শেরপুর জেলার বেতমারি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহমুদ হাসান সবুজ।
সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং নিউজবাংলাকে জানিয়েছেন, শহরের একটি বেসরকারি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তুলে কেনাকাটা শেষে বাইকে চড়ে বাড়িতে যাচ্ছিলেন পৌরসভার চরহিজুলী গ্রামের আলতাব হোসেনের স্ত্রী লাইলী আক্তার।
পথে হিজুলী জামে মসজিদের সামনে চলন্ত অবস্থায় বাইক থেকে ওই নারীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সে সময় লাইলী আক্তারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে যান এবং মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন।
অন্যদিকে দ্রুতবেগে পালানোর চেষ্টা করার সময় মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ছিনতাইকারীরাও। স্থানীয় জনতা তাদের আটকে মারধর করেন এবং র্যাবে খবর দেন।
র্যাব আহত অবস্থায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের।
উনু মং আরও জানান, এ ঘটনায় একটি অস্ত্র মামলা করেছে র্যাব। এ ছাড়া ছিনতাইয়ের শিকার নারী সদর থানায় আরেকটি মামলা করবেন।