কুমিল্লার সদর উপজেলায় মাদক পাচারের সময় দুই যুবককে আটক করেছে র্যাব।
শনিবার রাতে সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
তাদেরকে রোববার বিকেলে আদতালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার র্যাব কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব নিউজবাংলাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোহাম্মদ দুলাল মিয়াকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মাদক। ছবি : নিউজবাংলা
এ সময় ওই এলাকায় পৃথক আরেকটি অভিযানে মোহাম্মদ সাইফুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর সাইফুল জানান, তার পেটের ভেতর ইয়াবা আছে। স্কচটেপ দিয়ে পেচিয়ে সাইফুল ইয়াবাগুলো খেয়ে ফেলে। পরে সাইফুলকে নিয়ে হাসপাতালে গিয়ে এক্স-রে করলে বিষয়টি ধরা পরে। বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে ৯১০ পিস ইয়াবা বের করে আনা হয়।
আটক দুই যুবককের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক নিউজবাংলাকে জানান, ওই দুই যুবককের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।