বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হবিগঞ্জে নিউজবাংলার সাংবাদিকের ওপর হামলা

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৯:০৪

চিকিৎসাধীন কাজল সরকার বলেন, ‘আমি একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে যাচ্ছিলাম। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে পৌঁছামাত্রই একদল সন্ত্রাসী আমার পেছন দিক থেকে এসে আঘাত করতে শুরু করে। এ হামলার নেতৃত্ব দেন ফয়সল চৌধুরী। এর ১০ দিন আগে ফয়সল চৌধুরী মোবাইল ফোনে আমাকে হামলার হুমকি দিয়েছিলেন।’

সংবাদ সংগ্রহে যাওয়ার পথে হবিগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নিউজবাংলার জেলা প্রতিনিধি কাজল সরকার।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।কাজল সরকার হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছাড়াও বাংলা টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত সাংবাদিকের সহকর্মীরা জানান, রোববার বেলা ১১টার দিকে সাংবাদিক কাজল সরকার একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে যাচ্ছিলেন। তিনি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে পৌঁছামাত্র একদল সন্ত্রাসী কাজল সরকারের ওপর হামলা চালায়।

মারপিটের একপর্যায়ে ফয়সল চৌধুরী তার হাতের ছুরি দিয়ে কাজল সরকারের ওপর আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন কাজল সরকার বলেন, ‘আমি একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে যাচ্ছিলাম। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে পৌঁছামাত্রই একদল সন্ত্রাসী আমার পেছন দিক থেকে এসে আঘাত করতে শুরু করে। এ হামলার নেতৃত্ব দেন ফয়সল চৌধুরী। এর ১০ দিন আগে ফয়সল চৌধুরী মোবাইল ফোনে আমাকে হামলার হুমকি দিয়েছিলেন।’

হামলাকারী ফয়সল চৌধুরী লাখাই উপজেলার করাব গ্রামের নজিবুর রহমান চৌধুরীর ছেলে। তিনি শহরের রাজনগরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘এ ব্যাপারে সাংবাদিক কাজল সরকার থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’সাংবাদিক কাজল সরকারের ওপর হামলার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান হবিগঞ্জ প্রেস ক্লাব ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারাসহ জেলার সাংবাদিকরা।

এ বিভাগের আরো খবর